রাউজান কদলপুর হামিদিয়া মাদ্রাসার বার্ষিক ঈদে মিলাদুন্নবী (স:) ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোহাম্মদ রবিউল হোসেন রবি, রাউজান (চট্টগ্রাম) : উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদরাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন, মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী গাজী- দ্বীনে মিল্লাত হযরত সৈয়দ আবদুল হামিদ বোগদাদী (রহ) ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমিনুল হক চৌধুরী (রহ), মরহুম দাতা সদস্য, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক – কর্মচারীদের ইসালে সাওয়াব, বার্ষিক পুরস্কার বিতরনী ও আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

৭সেপ্টেম্বর শনিবার সকালে প্রথম অধিবেশনে পবিত্র খতমে কোরআন, খতমে বোখারী, খতমে সুরাতুল আনাম শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল, খতমে গাউসিয়া শরীফ সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

বিকেলে দ্বিতীয় অধিবেশনে মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও রাতে সমাপনী অধিবেশন আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উস্তাজুল ওলামা হযরতুল আল্লামা সোলায়মান আনসারী (মাজিআ)। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। মাদ্রাসার সহ সভাপতি রফিক উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার আবুল মনছুর চৌধুরী, ডাক্তার সালাহ উদ্দিন আরিফ, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মোহাম্মদ হাসেম, মাওলানা আবদুচ ছবুর।

তৃতীয় অধিবেশনে উস্তাজুল ওলামা আল্লামা আবু তাহের (মা.জি.আ) এর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন জামেয়ার সাবেক অধ‍্যক্ষ সৈয়দ অছিউর রহমান আল কাদেরী (ম.)। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (ম.)। উদ্বোধক ছিলেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ (ম.)।

মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফখরুল আলম ও প্রভাষক মাওলানা মঞ্জুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন ফরহাদ হোসেন চৌধুরী, মাওলানা কাজী মোয়াজ্জেম হোসেন, এসএম খালেদ আনসারী, আবু তৈয়ব বাবুল, মুরাদুল হক চৌধুরী, মাওলানা আবু তৈয়ব শাহ।

ওলামায়ে কেরামদের মধ‍্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল মোনাওয়ার চৌধুরী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী, , উপাধ্যক্ষ কাজী মাওলানা ইউনুচ রেজভী, অধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, অধ্যক্ষ সেলিম রেজা, অধ্যক্ষ এরশাদুল আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম, সহকারী অধ্যাপক সৈয়দ সালেহ জঙ্গী, মাওলানা কাজী নজরুল ইসলাম, আয়েশা বেগম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ আলম, প্রভাষক মাওলানা মোহাম্মদ হোসাইন, সৈয়দা নাজমুন নাহার, সৈয়দা সুরাইয়া সুলতানা, মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দীন আনসারী, মাওলানা শহিদুল আলম আরিফ, প্রভাষক মাওলানা রফিক উদ্দিন, শিক্ষক মাওলানা রুহুল আমিন, খন্দকার জিয়াউর রহমান, মাওলানা শরফুন্নেছা, আসমাউল হোসনা লিরা, মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শাহেদুল ইসলাম, মোহাম্মদ আজাদ উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, তানভির হাসান চৌধুরী, মাওলানা মোহাম্মদ ফরহাদ উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা তৌহিদুল আলম, মাওলানা আবদুল কাদের, হাফেজ মোহাম্মদ দিদার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *