কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯৯২০০০০ টাকার  ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯৯২,০০০০ টাকার  ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানিক একটি টিম, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, আজ বুধবার  ১১ সেপ্টেম্বর,  দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ইলিশের একটি চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। সোর্স আরও জানায়, উক্ত ইলিশের চালানটি আজ রাতেই ভারতে পাচার হবে।


বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ খারেরা বিওপির হাবিলদার মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ আভিযানিকদল দুপুর ১টা ৩০ মিনিটের সময় উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল সমগ্র টিলায় তল্লাশি চালিয়ে ৩১টি ককশিটের বাক্স ভর্তি ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯,৯২,০০০  (নয় লক্ষ বিরানব্বই হাজার) টাকা।

অন্যদিকে, আজ সকালে বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে।

এ প্রেক্ষিতে উক্ত  ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পাচারকারীরা সীমান্ত এলাকায় ইলিশ মাছ ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা মাছগুলো জব্দ করে। জব্দকৃত ইলিশের ওজন ২৭৫ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৫,৫০,০০০ (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *