মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্র জয়ন্ত কুমার সিংহের (১৫) মরদেহ ২ দিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ বিজিবির উপস্থিতিতে বাংলাদেশের পুলিশ কাছে ওই কিশোরের মরদেহ হস্তান্তর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ফকির ভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। সে লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ওসি বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর জয়ন্তের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।