ঝিনাইদহ প্রতিনিধি : ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ জন আটক হয়েছে, আটক কৃতরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
পুলিশ সূত্রে জানা যায়, মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সঙ্গে যোগাযোগ করেন আয়নাল। তারা একটি প্রাইভেটকার ভাড়া করে মহেশপুর সীমান্তে যাওয়ার জন্য ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন।
পরে খবর পেয়ে বিকেলের দিকে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় তল্লাশি করা হয়। পরে প্রাইভেটকারসহ তাদের থানায় নিয়ে আসা হয়।
সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন জানান, আটকদের মধ্যে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী রয়েছেন। তিনি ঢাকার আদাবর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের নাম পরিচয় পরে জানানো হবে।