বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে জনসভা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

এম,মনিরুল ইসলাম (সাতক্ষীরা)  :  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পল্লীতে ছাত্র শিবিরের সহযোগিতায়, যুব সমাজের আয়োজনে,জামায়াতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, স্বৈরাচার হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার মানুষের মনে স্বস্তি এসেছে।


বিজ্ঞাপন

গত (১১ই আগস্ট) বিকাল চারটায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জমায়েত হতে দেখা যায়, হাজার হাজার সাধারণ জনতা। সরেজমিন পরিদর্শনে প্রকাশ, শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর জামায়াত ইসলামের আমীর মাওলানা হারুনুর রশিদ।


বিজ্ঞাপন

বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত জননেতা প্রফেসর মহিউদ্দিন মাহমুদ।বক্তব্য রাখেন অসংখ্য কোরআন হাদিসের ভান্ডার ইসলামী আলোচক, মাওলানা আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন, শ্যামনগর বাসির পরীক্ষিত বন্ধু বারবার নির্বাচিত সাংসদ জনাব গাজী নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিগত ১৬ বছর আমাদের নেতাকর্মী খুন গুম ও সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে।

সোনার বাংলাদেশে হায়েনা হাসিনা তৈরি করেছে আয়না ঘর।যেখানে বছরের পর বছর বিরোধীদলের নেতাকর্মীর উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে।অনেকে জীবন নিয়ে ফিরে এসেছেন। বেশিরভাগ দেখা মিলেছে মানুষের কঙ্কালের।সংগঠনের সৎ পাঁচ জন মহান নিরপরাধ নেতাকে খুনি হাসিনা ফাসির দন্ডাদেশ কার্যকর করেছেন। বিশেষ অতিথি বৃন্দ বলেন, আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। সকল মুসলমান ভাই ভাই।

সংগঠনের কেউ কারো প্রতি কোনো রকম অমানবিক আচরণ না করার আহ্বান জানান। বক্তব্য রাখেন উপকূলবাসীর প্রাণের মানুষ নন্দিত জননেতা চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ মইনুদ্দিন আল আজাদ।আব্দুল কাদের যুব সমাজের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন। বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি আরো বলেন,কিছু এলাকায় রাতের আঁধারে একদল দুর্বৃত্ত লুটপাট করে চলেছে।এদের আটকানো ভীষণ প্রয়োজন এলাকাবাসীকে প্রশাসনের সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়েছেন।

প্রয়োজনে জনস্বার্থে ১০০ নেতাকর্মী দিয়ে পাহারা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আরো বক্তব্য রাখেন শিক্ষক রুহুল আমিন, মাস্টার মহসিনুর রহমান। ৭ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলার আরো অনেক নেতাকর্মী কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সর্বোপরি বাংলাদেশ জামায়াত ইসলামে যোগ দেওয়ার আহবান জানিয়ে জনসভার পরিসমাপ্তি ঘোষনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *