ভাষা শহীদদের ‘বদলে যাও’ এর গভীর শ্রদ্ধাঞ্জলী জাতীয় রাজধানী February 23, 2020Ajker DeshLeave a Comment on ভাষা শহীদদের ‘বদলে যাও’ এর গভীর শ্রদ্ধাঞ্জলী নিজস্ব প্রতিবেদক : শহীদ বেদীতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করছেন ‘বদলে যাও’ সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. সজীবসহ নেতৃবৃন্দ।বিজ্ঞাপন Post Views: 437