নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে ভারতে গমনের প্রক্কালে ২ জন নারী ও ১ জন শিশুকে আটক করে।
আটককৃতরা নরসিংদীর শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমান ভূঁইয়ার স্ত্রী ফরিদা বেগম (৩২) ও ছেলে মোঃ ফারহান (০৩) এবং নোয়াদিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫)। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে এবং মানব পাচারকারী দালাল মোঃ মাসুদ মিয়া (৩০) এর সহযোগিতায় সন্তানসহ ফরিদা বেগম চিকিৎসার জন্য এবং জেসমিন আক্তার জুতার কারখানায় কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
অবৈধভাবে ভারতে গমনে সহযোগিতার জন্য মানব পাচারকারী দালাল মোঃ মাসুদ মিয়াকে পলাতক আসামী এবং আটককৃতদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার দায়ে আখাউড়া থানায় মামলা নম্বর- ১৪ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ মোতাবেক থানায় সোপর্দ করা হয়েছে।