মোস্তাফিজুর রহমান, (জামালপুর) : সারাদেশের ন্যায় কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলার মাধ্যমিক স্তর সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকেরা। মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পিংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার নাসির উদ্দিন,বারইপটল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় শিক্ষক ফেডারেশনের সদস্য ও জামালপুর জেলা কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ ভিপি, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হোসেন,সরবান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান,আরাম নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, যমনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম মিয়া ,চর সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে অনতিবিলম্বে শিক্ষকদের বৈষম্য দূর করার জন্য ৯ টি দাবি পেশ করেন।দাবিগুলো হলো: বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ ,সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণ, শিক্ষা প্রশাসনে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধকরণ, শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে- কমিশন গঠন, সকল বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালুকরণ।
নতুন কারিকুলাম দ্রুত সংস্কার, শিক্ষকদের মর্যাদাপূর্ণ বেতন স্কেল নির্ধারণ এবং শিক্ষা প্রশাসনের বৈষম্য দূরীকরণে বর্তমান অর্ন্তবর্তী সরকার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।
এ মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সামাদ।