ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে চরভদ্রাসনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংগঠন সহকারী শিক্ষক সমিতি ব্যানারে গতকাল ২৬ শে সেপ্টেম্বর বিকাল ৪.৩০ ঘটিকায় চরভদ্রাসন উপজেলা প্রশাসন গেট এলাকায় সহকারী শিক্ষকদের ১০ গ্রেডের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরজমিনে,২৬ আগস্ট বিকেলে ৪.৩০ঘটিকায় চরভদ্রাসন উপজেলাসহকারী শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সহকারী শিক্ষকদের১০গ্রেডের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষকদের ১০ গ্রেডের বিভিন্ন ধরনের যুক্তিক ফেস্টুন নিয়েঘন্টা ব্যাপী দাঁড়িয়ে ১০গ্রেডের জন্য মানববন্ধন অনুষ্ঠান পালিত করে।
জানা গেছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগন ১৩তম গ্রেডেঅন্তর্ভুক্ত রয়েছে।অপরদিকে প্রধান শিক্ষকগণ দের পক্ষে হাইকোর্টে রিট করে ১০গ্রেডেউন্নীত করেছে। সরকার বাহাদুরআপিল করেছে। বর্তমানে দ্রব্যমূল্য উর্দুগতিতে সহকারী শিক্ষকদের ১০গ্রেডে উন্নীত করুন হলে শিক্ষার মান উন্নয়তকরুন কল্পের জন্য অনেকেই অভিমতব্যক্ত করেছেন। আরওজানা গেছে, হাই স্কুলের সহকারী শিক্ষকদের বেতন ১০ গ্রেডে যোগ্যতা বিএ পাস।পুলিশের উপ-পরিদর্শক নিয়োগের যোগ্যতা বিএ পাস বেতন ১০ গ্রেডে।
বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ আলম নিশাত, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, জেসমিন ইউসুফমুক্তা, মারুফা আক্তার, মোহাম্মদ নাঈম, আফরোজা নাসরিন, তাহমিনা আক্তার, পঙ্কজ কুমার, মনির হোসেন প্রমূখ।