লেবানন ও ফিলিস্তিনে বারবার হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি——– খেলাফত মজলিস

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  লেবাননে ইসরাইলী সাম্প্রতিক বোমা হামলায় নারী-শিশু সহ হাজারো মানুষ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় ইসরাইল লেবাননের রাজধানীর নিকটে গত কয়েকদিন ভারি বোমা হামলা চালিয়ে ১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে।


বিজ্ঞাপন

লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নসরুল্লাহ সহ নেতৃবৃন্দকে হত্যা করেছে ইসরাইল। ১০ লক্ষের উপর মানুষ বর্তমানে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।


বিজ্ঞাপন

আমরা ইসরাইলী এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষণকারী প্রভাবশালী গুটিকয়েক পশ্চিমা রাষ্ট্র এর দায় এড়াতে পারে না। আমরা জাতিসংঘ সহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে লেবানন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদেরকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *