মো:রফিকুল ইসলাম,(নড়াইল) : নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে কালিয়ার বেনদাচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার রাতে,নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন-কালিয়া উপজেলার বেনদাচর গ্রামের কিসলু শেখের ছেলে সুমন শেখ (২২),বুলু শেখের ছেলে জাকারিয়া শেখ (৩৫),সাঈদ রহমানের ছেলে ওয়লীদ শেখ (২৭) ও তার ছোট ভাই নাহিদ শেখ (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কালিয়া উপজেলা যুবদলের সভাপতি আর্মস্ট্রং সরদার ও কালিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে আর্মস্ট্রং সরদার সমর্থিত লোকজন সেলিম রেজা ইউসুফ সমর্থিত লোকজনের উপর অতর্কিত হামলা করে।
এতে সেলিম রেজা সমর্থিত ৫ জন আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। মুজাহিদ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়,তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে পাঠানো হয়।
আরও জানা যায়,দুই পক্ষ লোকজন জড়ো করে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরিকল্পনা করলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে দুইটি চাইনিজ কুড়াল,তিনটি ছুরি,দশটি রামদা,আটটি বল্লম,একটি ট্রিগার মেকানিজমসহ ৪ জনকে গ্রেফতার করে। পরে তাদের কালিয়া থানার হস্তান্ত করে সেনাবাহিনী।