শেরপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি; বন্যাকবলিত ৮৫০ জনকে উদ্ধার এবং খাবার বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (শেরপুর)  :  গত দুই দিন ধরে টানা ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে সীমান্তবর্তী জনসাধারণের ফসলী জমি ও তাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তারা অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে বন্যাকবলিত সীমান্তবর্তী মানুষদের উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


বিজ্ঞাপন

বিজিবি সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আজ বন্যাদুর্গত ৮৫০ জনকে উদ্ধার করে বিজিবির বিওপির নিকটবর্তী উচুঁ নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করেছে।


বিজ্ঞাপন

এছাড়াও বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা (মুড়ি, চিরা, গুড় ও বনরুটি) ও রান্না করা রাতের খাবার বিতরণ করা হয়েছে।

আগামী দিনেও বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র এ ধরনের মানবিক সহায়তা বিশেষ করে বন্যার্তদের উদ্ধার তৎপরতা, খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *