সুগারমিল কর্মকর্তা -কর্মচারীদের কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন 

Uncategorized অর্থনীতি আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজশাহী সংগঠন সংবাদ সারাদেশ

জসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও) : বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোারেশন এর রাস্ট্রায়াত্ব চিনিকল সমুহকে লাভজনক করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ঠাকুরগাঁও সুগার মিলের কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারিরা। গতকাল বৃহস্পতিবার  ৩ অক্টোবর দুপুরে মিল গেটের সামনে এ কর্মসুচি পালন করেন তারা।


বিজ্ঞাপন

এ সময় কর্মকর্তা কর্মচারিরা অভিযোগ বলেন, কৃষি বিভাগকে রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার দাবি দীর্ঘ দিনের। আগের সরকার বার বার আশস্ত করেও বাস্তবায়ন করেনি। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্ঠা বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যত প্রদক্ষেপ নিবেন অন্যথ্যায় আরো কঠোর কর্মসুচী প্রদানের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।


বিজ্ঞাপন

এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করে মিল গেট থেকে শুরু করে আশপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবারো মিল গেটের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসুচিতে উপস্থিত ছিলেন, আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা কৃষিবিদ আবু রায়হান, শ্রমিক ইউনিনের সভাপতি উজ্জ্বল হোসেন,ঠাকুরগাঁও চিনিকলের ইক্ষু কর্মী সংসদের আহবায়ক, রফিকুল ইসলাম (ডাবলু খান), কেন্দ্রীয় সিডিএ সংসদ ঢাকা ও সমন্বয়ক আন্দোলন কমিটি সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ঠাচিক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সোহাগসহ ঠাচিক কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *