খুলনার দিঘলিয়ায় সালিশ মীমাংসার বৈঠকে হামলা আহত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি  :  খুলনার দিঘলিয়া উপজেলার ভ্রম্ম্যগাতী গ্রামে বেবী বেগমের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে পারিবারিক কলহ বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার ৪ ই অক্টোবর বিকাল পাঁচটায় সালিশ মীমাংসার উদ্দেশ্যে ভ্রম্ম্যগাতী মোজাম্মেল হোসেনে প্রতিবেশীর বাড়িতে জড়ো হলে অত্র এলাকার


বিজ্ঞাপন

দূর্বিত সন্ত্রাসিরা লোহার জি আই পাইব রড, বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, হামলায় বাধা দিলে মিলন শেখ (৩৮) রমজান শেখ (৩২) মোঃ আলী শেখ (৩০) মোঃ রাজু গাজী (২৫) নাদিম শেখ (২৫) আল আমিন বিশ্বাস (২৮) ইমরান গাজী (৩৫) মিজানুর গাজী(৩২) ফেরদৌস গাজী (২৮) ফিরোজ গাজী (৩৫)বেবী বেগমের ভাইয়ের ছেলে ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ সেলিম খান (২৭)কে লোহার জি আই পাইব রড দিয়ে পিটিয়ে আহত করে ও অকথ্যভাষায় গালিগালাজ সহ- প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়, আহত সেলিমকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, মাথায় আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন

মাথায় আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে আছে।
এব্যাপারে দিঘলিয়া থানায় গত ৪ অক্টোবর  রাত ১১টায় একটি অভিযোগ দেওয়া হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *