মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের ও দেবীপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিতোষ নাশকতা মামলায় গত (৩ অক্টোবর) বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হয়েছেন। স্কুল শিক্ষক মহিতোষ স্কুলে না যেয়ে,স্কুলে ক্লাস না করে নিজ গ্রাম দেবীপুরসহ তুলারামপুর ইউনিয়নে নানা বেআইনি কর্মকান্ড করে থাকতেন এবং স্কুল চলা কালে
শিক্ষক মহিতোষ নড়াইল শহরের মুচিরপোল ও কালীবাড়ি এলাকায় ঘুরে বেড়াতেন। এ ধরনের নানা অভিযোগের ভিত্তিতে তুলারামপুর ইউনিয়নের দেবীপুর ১৪৮ নং দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিন গণমাধ্যম কর্মি’রা সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত স্কুলের সামনে বসে থাকলেও প্রধান শিক্ষক মহিতোষের দেখা মেলেনি তবে শহরের মুচিরপোল ও কালীবাড়ি এলাকায় আসলে তাকে পাওয়া যায় এবং তুলারামপুর ইউনিয়ন পরিষদের টিসিবি মালামাল বিতারনে শিক্ষক মহিতোষ কে তদারকি করতে দেখা যায়। এর পূর্বে স্কুলে না যাওয়া,স্কুলে ক্লাস না করে শহরের মুচিরপোল ও কালীবাড়ি এলাকায় ঘোরাঘুরি এবং স্কুল বাদ দিয়ে তুলারামপুর ইউনিয়নে আপনার কি ক্যামেরার সামনে জানতে চাইলে তিনি বসতে বলে কৌশলে পালিয়ে যান।
পরের দিন জেলা আওয়ামী-লীগ নেতা মিটুল কুন্ডু এই প্রতিবেদকে ফোন করে তুলারামপুর ইউনিয়ন পরিষদে ডেকে খরচের জন্য কিছু টাকা দেয়ার চেষ্টা করেন এবং
শিক্ষক মহিতোষ আওয়ামী-লীগ করে,সে যা মনে কয় তাই করতে পারে বলে জানায়,জেলা আওয়ামী-লীগ নেতা মিটুল কুন্ডু। আওয়ামী-লীগ করলেই কি শিক্ষক মহিতোষ বাবু স্কুলে ক্লাস না করিয়ে ঘুরে বেড়াবে এমন প্রশ্ন করলেই ক্ষেপে যান,জেলা আওয়ামী-লীগ নেতা মিটুল কুন্ডু ও শিক্ষক মহিতোষ। এসময়,জেলা আওয়ামী-লীগ নেতা মিটুল কুন্ডু উচ্চস্বরে হুমকি দিয়ে বলেন,তোর চেয়ে বড় বড় সাংবাদিক আমার পিছ পিছ ঘোরে তুই যা পারিস কর। এভাবেই জেলা আওয়ামী-লীগ নেতা মিটুল কুন্ডু’র ছত্র ছায়ায় ও আওয়ামী-লীগের প্রভাব খাটিয়ে শিক্ষক মহিতোষ বছরের পর বছর স্কুলে ক্লাস না করিয়ে
শহরের মুচিরপোল ও কালীবাড়ি এলাকায় ঘুরে আওয়ামীলীগের রাজনীতি করে বেড়ীয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পরেও শিক্ষক মহিতোষ স্কুলে যান নি।
একাধিক বার স্কুলে যেয়েও পাওয়া যায়নি শিক্ষক মহিতোষ কে। গত (৩১ আগষ্ট) সকাল ১১টার সময় কালিবাড়ী রাস্তার একটি দোকানে দেখতে পেয়ে,স্কুলে না যেয়ে শহরে আপনার কি এবং স্কুলে কেনো ক্লাস করেন না,স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে।
এ সময় তিনি ক্যামেরা বন্ধ করতে অনুরোধ করেন এবং এমন কাজ আর করবেন না বলে ক্ষমা চান,তবে আবারও কৌশলে ওই দোকান থেকে পালিয়ে যান,শিক্ষক মহিতোষ। এ বিষয়ে একাধীক বার শিক্ষা কর্মকর্তাদের জানালেও কোন ব্যবস্থা নেন নি তারা।
তবে,নাশকতা মামলায় গত (৩ অক্টোবর) বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হয়েছেন,শিক্ষক মহিতোষ।