নিজস্ব প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার ৭ অক্টোবর, আনুমানিক ৯ টা ৪০ মিনিটের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে ০১টি ভারতীয় খালি ট্রাক বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী করে ০১টি বক্সের ভিতর হতে ১৭.৬০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।
অবৈধভাবে বাংলাদেশী ইলিশ মাছ বাংলাদেশ হতে ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাক ড্রাইভার অলক মন্ডল (২২) পিতা-রনজিৎ মন্ডল, গ্রাম-কাঞ্চান্টার টিয়াকাঠি, পোঃ-কাঞ্চান্টার, থানা-ইংলিশ বাজার, জেলা-মালদা-কে আটক করা হয়। জব্দকৃত ইলিশ মাছ ও ট্রাকের সিজারমূল্য ৭০,৩৫,২০০/- (সত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা।
আটককৃত ভারতীয় নাগরিককে ইলিশ মাছ এবং ট্রাকটিসহ মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।