কুমিল্লা প্রতিনিধি : গতকাল রবিবার ১৩ই অক্টোবর সারা দেশের ন্যায় “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। উক্ত সভা উপস্থাপনা করেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ফৌজিয়া হক, অন্যান্য বিভাগীয় প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, কালিনারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী , লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।