নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ ঘোষগাঁও বিওপির টহলদল গত ১৩ অক্টোবর সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ ধোবাউড়া উপজেলাধীন সীমান্তবর্তী নিতাই নদী দিয়ে নৌকাযোগে অবৈধভাবে ভারতীয় জিরার একটি চালান বাংলাদেশে পাচারের হয়ে আসছে।
এ প্রেক্ষিতে ঘোষগাঁও বিওপির টহলদল উল্লেখিত এলাকায় গিয়ে এলাকায় গিয়ে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় কয়েকজন ব্যক্তিকে নৌকাযোগে নদী তীরবর্তী এলাকায় আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে এদিক সেদিক পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল তল্লাশি অভিযান পরিচালনা করে ২,১৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত জিরার সিজারমূল্য-২৫,৫৬,০০০ টাকা।এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।