নিজস্ব প্রতিনিধি, (সিলেট) : গতকাল ১৪ অক্টোবর এবং আজ মঙ্গলবার ১৫ অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৬,৪০০ কেজি চিনি, ২,৮৫০ কেজি আপেল, ৩৬৯টি শাড়ী, ০৭টি লেহেঙ্গা, ৪,০৯৯টি সানগ্লাস, ৪৩টি গরু, ০৯টি মহিষ, ৯৮০ প্যাকেট বিড়ি এবং ৮৮০ কেজি বাংলাদেশী রসুন, ০১টি ডিআই পিকআপ ও ৭টি পাথর উত্তোলনকারী নৌকাসহ বিবিধ মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ১,৭৯,৮০,২৫০.০০ (এক কোটি উনআশি লক্ষ আশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছ।বিধি মোতাবেক জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।