দক্ষিণ ২৪ পরগনা কুলতলী থানা এলাকার বেহাল নলকূপ সংস্কারের দাবি স্থানীয়দের

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

কুতুব উদ্দিন মোল্লা, (কুলতলী) :  দক্ষিণ ২৪ পরগনা কুলতলী থানার অন্তর্গত মেরিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের কেওড়া মাঠাল গ্রামে। গভীর নলকূপ আছে, তবে জল নেই। কিন্তু গত কয়েক মাস ধরে সেই নলকূপটি বিকল অবস্থায় পড়ে রয়েছে।  এর জেরে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে নাকাল হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।


বিজ্ঞাপন

তবে কেওড়া মাঠাল গ্রামের বাসিন্দাদেরকে অনেক সময়ে জল আনতে দূরবর্তী স্থানে যেতে হচ্ছে। এলাকায় পানীয় জলের কষ্টে ভুগছেন স্থানীয় বাসিন্দারা । সেখানে এ ভাবে দিনের পর দিন পড়ে রয়েছে নলকূপটি।


বিজ্ঞাপন

সমস্যার কথা একাধিক বার স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের নজরে আনা হয়েছিল। তাতে কোন সুবিধা হয়নি নলকূপটির।তবে এখনও অকেজো নলকূপ মেরামতিতে কোনও পদক্ষেপ করা হয়নি। প্রশাসনের কাছে আর্জি, অবিলম্বে ওই নলকূপ মেরামতিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক বলে জানান স্থানীয় বাসিন্দা হামিদ হাজরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *