সিলেট সীমান্তে বিজিবি’র অভিযান : ৪২ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক  : আজ  বুধবার  ১৬ অক্টোবর,  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  বিজিবি টহলদল ১০৮ পিস ভারতীয় শাড়ী, ২৪৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ১৪১৫ টি প্রেকটিন সিরাপ, ১৫০০ কেজি চিনি, ১৬৮০ প্যাকেট বিড়ি, ৭৪৪০ পিস সুপারি, ৭৫০টি সাবান এবং ৫৯০কেজি বাংলাদেশী রসুন, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ০২টি নৌকাসহ অন্যান্য মালামাল আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ৪২,১৫,২৪০.০০ (বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার দুইশত চল্লিশ) টাকা।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *