চুয়াডাঙ্গা প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর, দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে সাপের বিষ পাচার হচ্ছে এমন বিশেষ তথ্যের ভিত্তিতে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের দিকনির্দেশনায় হাবিলদার মোঃ মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলস্টেশনে অবস্থান গ্রহণ করে।
আনুমানিক দুপুর ১ টা ৫ মিনিটের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি দর্শনা রেলস্টেশনে আসলে বিজিবি টহলদল পূর্ব থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ০৪ নং বগিতে তল্লাশি অভিযান পরিচালনা করে।
এসময় ট্রেনের ল্যাগেজ ক্যারিয়ারের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মালিকবিহীন প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগটি খুলে ১০০ গ্রাম পরিমাপের ০৩টি কাঁচের বোতলের মধ্যে আনুমানিক ৩০০ গ্রাম ওজনের বিষাক্ত সাপের বিষ জব্দ করে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।