নিজস্ব প্রতিবেদক (ফেণী) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ খেজুরিয়া, তারাকুচা, মধুগ্রাম, চম্পকনগর, যশপুর ও মজুমদারহাট বিওপির টহলদল গতকাল শনিবার ১৯ অক্টোবর এবং আজ রবিবার ২০ অক্টোবর, রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টহলদল ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর, লম্বাটিলা ও হাবিলদারবাসা এলাকা এবং পরশুরাম উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ যশপুর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিভিন্ন প্রকার শাড়ী, থ্রীপিস, লেহেংগা, কাশ্মিরী শাল, থান কাপড়, চশমা, পার্ক চকলেট, সিগারেট এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-২,২৬,২৭,০০০ (দুই কোটি ছাব্বিশ লক্ষ সাতাশ হাজার) টাকা। জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।