তাসলিমা রত্না, (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশাল থানার স্বনামধন্য মেধাবী ওসি মনসুর আহাম্মদ দায়িত্ব গ্রহনের ১ মাস পূর্তিতে জেলা পুলিশ সুপার কর্তৃক পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছেন। ওসি মনসুর আহাম্মদ জেলা পুলিশ মোঃ আজিজুল ইসলামের নির্দেশ এর প্রতি শ্রদ্ধারেখে জনস্বার্থে পুলিশি সেবাদানে ১ মাস অতিক্রম কালে বিচার প্রার্থী ফরিয়াদিদের আইনি সহায়তায় মামলা গ্রহন, মামলা তদন্ত অভিযুক্ত আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার , পুলিশি টহল জোরদার, শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও পুলিশের মনোবল বৃদ্ধি সহ পুলিশের ভাবমূর্তি ও সুনাম বজায় রাখতে নিরলস দায়িত্ব পালনের মাধ্যমে সাফল্যতা অর্জন করায় ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার আজিজুল ইসলাম ২১ অক্টোবর সোমবার জেলা পুলিশের ক্রাইম সভায় ত্রিশাল থানার স্বনামধন্য মেধাবী ওসি মনসুর আহাম্মদ কে আনুষ্ঠানিক পুরস্কার সম্মাননা প্রদান করেন এবং দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে তোলেন ।
এ সময় জেলা পুলিশের শীর্ষ পর্যায়ে কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন, উল্লেখ্য গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হলে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গেলে দেশে এক নৈরাজ্যের সৃষ্টি হয় ভেঙে পরে পুলিশ বাহিনির মনোবল ফলে জনস্বার্থে পুলিশি কার্যক্রম স্থবির হয়ে পরে , এ অবস্থায় পুলিশের মনোবল বাড়াতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে সারাদেশে পুলিশি বাহীনিতে ঢালাও রদবদল করা হয় ।
আর এমনি প্রেক্ষাপটে মেধাবী ওসি মনসুর আহাম্মদ কে গত ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং ত্রিশাল থানার ওসি দায়িত্ব অর্পন করা হয় পরে জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম এর প্রতিশ্রদ্ধা রেখে দায়িত্ব ভার গ্রহন করেই ওসি মনসুর আহাম্মদ ত্রিশাল থানা বাসী জনস্বার্থে নিরলস দায়িত্ব পালন শুরু করেন এবং দায়িত্ব গ্রহনের ১ মাস অতিক্রম কালে বিভিন্ন কাজে সাফল্যতা অর্জন করেন ।
যার ফলে জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম জেলা পুলিশের ক্রাইম সভায় ওসি মনসুর আহাম্মদ কে আনুষ্ঠানিক পুরস্কার প্রদান করে সম্মাননা প্রদান করেন।