নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : ছাত্র- জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে শহিদ এবাদুল্লার হত্যা মামলার আসামী মেঘনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমেদের সাথে একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় হাসি খুশিতে দেখা যায় মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসকে । গত উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভাটি হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানার এস আই সালাউদ্দিন, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক,সাবেক সহ সভাপতি আলমগীর হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নাইমুল ইসলাম শহিদ সহ অন্যরা।
এ বিষয়ে ইউএনও বলেন ৷উল্লেখ্য শহিদ এবাদুল্লার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে। ঢাকার সিএমএম কোর্টে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১০০জন ও অজ্ঞাত আসামি করে মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করেন। সে মামলায় সেলিম আহমেদ ও আসামি।