মোস্তাফিজুর রহমান,জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ,তারাকান্দি এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও পোগলদিঘা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার ২২ (অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও পোগলদিঘা ডিগ্রী কলেজের উদ্যোগে তাঁর কবরে পুষ্প স্তবক অর্পণ শেষে স্মৃতিচারণ ও মোনাজাত করা হয়।
উক্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন পোগলদিঘা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছির উদ্দিন,সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক(ইংরেজি) মো:মোস্তাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন এর একমাত্র ছেলে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সাইদ হাসান মিথুন।স্মৃতিচারণ অনুষ্ঠানটি পরিচালনা করেন পোগলদিঘা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
এছাড়াও এতে সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও পোগলদিঘা ডিগ্রী কলেজের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
বক্তারা মরহুমের কর্মময় জীবনের উপরে স্মৃতি চারণা করেন ও তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।