মো: সজিব হোসেন, (পাবনা) : ছাত্রলীগ কর্তৃক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ও সদস্যদের মারপিট ও হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঈশশ্বরদী অঞ্চলের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
ঈশ্বরদীর জিরোপয়েন্ট কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মশাল মিছিল শুরুর আগে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবি করে বক্তব্য দেন, ফজলে রাব্বি সিয়াম, তানজিদুজ্জামান দিহান,মাহিম মেহেরাব,মুশফিকুর রহমান হামিম ও মেহের হোসেন সৈকত।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রী তাসনিম মাহাবুব প্রাপ্তি,দিহানসহ অন্যান্য নেতৃবৃন্দ। জিরোপয়েন্ট কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটের সামনে সমাবেশে মিলিত হয়।