লোহাগড়ায় বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে,সভাপতি আহাদুজ্জামান বাটু,সম্পাদক সুলতানুজ্জামান

Uncategorized কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

ভোট গ্রহণ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে উপজেলা বিএনপি’র ৮৫২ জন কাউন্সিলের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


বিজ্ঞাপন

ভোট গননা শেষে বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন।

এ সময় বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু,নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক,মো:আলী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে মো: আহাদুজ্জামান বাটু,চশমা প্রতীক নিয়ে ২৮১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি.এম নজরুল ইসলাম দোয়াত-কলম প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়েছেন।

কাজী সুলতানুজ্জামান সেলিম ছাতা প্রতীক নিয়ে ৪০৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিপু সুলতান আনারস প্রতীক নিয়ে ৩৮৬ ভোট পেয়েছেন। এবং সিকদার শাহ আলম টিউবওয়েল প্রতীক নিয়ে ২৮৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান ওহিদ সিলিং ফ্যান প্রতীক নিয়ে ২০১ভোট পেয়েছেন।

এছাড়া পৌর-বিএনপি’র নির্বাচনে মো: মিলু শরীফ দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৬৫টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন,এস.এম শাহিন বিপ্লব চশমা প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়েছেন।

মো: মশিয়ার রহমান সান্টু মোমবাতি প্রতীক নিয়ে ২৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়েছেন।

এবং এস এ সাইফুল্লাহ মামুন মাছ প্রতিক নিয়ে ২৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির গোলাপফুল প্রতিক নিয়ে ১৭৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য,দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *