বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের অভিযান :  ৫৪ লাখ টাকার  চোরাচালানী মালামাল জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক (সিলেট)  : আজ শুক্রবার  ২৫ অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে,  ২,৮৮০ পিস ভারতীয় স্কিনশাইন ক্রিম, ১১৯২ পিস ফেসওয়াশ, ৫৭৬ পিস সাবান, ২১৫ বোতল মদ, বাংলাদেশী ৪,৩১৫ কেজি রসুন, ৪০৫ কেজি শিং মাছ এবং অবৈধভাবে পাথরবহনকারী ০১টি ট্রলিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-৫৩,৭৫,৮৯০.০০ (তিপ্পান্ন লক্ষ পঁচাত্তর হাজার আটশত নব্বই) টাকা।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃহাফিজুর রহমান আজকের দেশ ডটকম কে জানান , সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *