ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি’র  অভিযান :  ২ কোটি ৬১ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :  বর্ডার গার্ড বাংলাদেশ   বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গতকাল শুক্রবার  ২৫ অক্টোবর, আনুমানিক রাত ১০ টার সময়  গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  ভারতীয় KS Jeera- ৪৫০ কেজি, ভারতীয় উন্নতমানের সোফা সেট ও কুশন কভারের কাপড়- ৯৪২ মিটার, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ-১২,৮৪৭ পিস, ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার সানগ্লাস -৬,৬৩৮ পিস, ভারতীয় শাড়ী- ২৮ পিস, ভারতীয় বিভিন্ন প্রকার Dog Food -১,৭৪৩ পিস( ৩৩.৪ কেজি) এবং বিভিন্ন প্রকার উন্নতমানের প্রসাধনী সামগ্রী -২৩,৫২০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য- ২,৬১,৩০,৭৪০  (দুই কোটি একষট্টি লক্ষ ত্রিশ হাজার সাতশত চল্লিশ) টাকা। জব্দকৃত মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে কোনো ধরনের চোরাচালানী মালামাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *