সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান  :  ৮৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) :  আজ শনিবার ২৬ অক্টোবর, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এক অভিযান পরিচালনা করে। উক্ত  অভিযান পরিচালনা কালে  ভারতীয় ১২৪ পিস শাড়ী, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চটলেট, ০৭ টি কম্বল, ২০ বোতল মদ, বাংলাদেশী রসুন ১৯৬০ কেজি, ০১ টি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ০৬ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৮৩,৫৩,৪৫০.০০ (তিরাশি লক্ষ তিপ্পান্ন হাজার চারশত পঞ্চাশ) টাকা।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *