কর্তব্য পালনে অবহেলার দায়ে সিলেটের সুনামগঞ্জে তিন পুলিশ অফিসারের বিরুদ্ধে নেয়া হল শাস্তিমূলক ব্যবস্থা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

বিশেষ প্রতিবেদক : কর্তব্য পালনে অবহেলা ও ধোপাজান চলতি নদীতে খনিজ বালু চরিতে বাঁধা না দেয়ার অভিযোগে তিন পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর রাব্বি’র বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং ধোপাজান চলতি নদীতে শতকোটি টাকার বালু চরি রোধে বাঁধা না দেয়ায় বিভাগীয় ব্যবস্থা’র সিদ্ধান্ত হয়েছে।


বিজ্ঞাপন

একই অভিযোগে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই ওয়াসিম ও সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) ওয়ালি আশরাফকে জেলার সবচেয়ে দুর্গম থানা শাল্লায় বদলি করা হয়েছে। শনিবার রাতে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, কাজে জবাবদিহিতা-পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কিছু পুলিশ সদস্য নজরদারিতে রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *