সিলেটের হবিগঞ্জের মাধবপুরে বিজিবি’র  অভিযান : কোটি টাকার ভারতীয় কাপড় ও কসমেটিকস সামগ্রী জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (হবিগঞ্জ) : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির সিলেট  হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি টহলদল ২৬ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৮০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়ি বাস স্ট্যান্ড নামক স্থানে একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থানে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য বোঝাই একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে।


বিজ্ঞাপন

পরবর্তীতে আটককৃত কাভার্ড ভ্যান থেকে ৬,৫০৭ মিটার ভারতীয় জর্জেট কাপড়, ১৪৯৬ বোতল কিউকারপিন অলিভ অয়েল, ২০৮০ পিস ডাভ সাবান, ২৩০৩ পিস জনসন বেবি সোপ, ২৩৩৭ পিস লেকমি ক্রীম, ২৩০৮ পিস নিভিয়া সফট ক্রীম, ৯৩৮ পিস ক্লিনিক প্লাস শ্যাম্পু, ২৮০০ পিস ভেটনোভেট এন ক্রীম এবং ২০১৬০ পিস কাভেরি মেহেদী জব্দ করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন

জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ৯০,৯০,০০০ (নব্বই লক্ষ নব্বই হাজার) টাকা। জব্দকৃত মালামাল হবিগঞ্জ কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *