বেগম জিয়ার খারাপ কিছু হলে বিচারকরা দায় এড়াতে পারেনা

এইমাত্র জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : বিচারপতিরা মানবিক দৃষ্টিতে বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি দেখেন নি বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে সোমবার (০২ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, তাদের বোঝা উচিত, বেগম জিয়ার মেডিকেল রিপোর্ট ছিলে সরকার নির্দেশিত। এ অবস্থায় তার খারাপ কিছু হলে বিচারপতিরা দায় এড়াতে পারবেন না।

এসময় তিনি আরো বলেন, বিচারপতিরা বছরে ৪ থেকে ৫ মাস ছুটি কাটান। এটা স্বাভাবিক বিষয় নয়। এত ছুটি এদেশে আর কেউ কাটায় না। এরই মাঝে আগামী ৬ মার্চ কর্মদিবসে বিচারপতিরা গোপালগঞ্জে যাবেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে।

ছুটির দিনে না গিয়ে তারা আরেকটি কর্মদিবসের অপব্যবহার করতে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *