নিজস্ব প্রতিনিধি (ফেণী) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল শনিবার ২৬ অক্টোবর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ খেজুরিয়া, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর ও অলিনগর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে বিজিবি টহলদল ৫২০ পিস ভারতীয় শাড়ী, ৬টি গরু, ৪০ বোতল ফেনসিডিল এবং ৪৭ বোতল হুইস্কি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৩৭,০৩, ৭৫০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।