শফিকুল ইসলাম বাকেরগঞ্জ (বরিশাল) : দীর্ঘ এক মাস পর বাকেরগঞ্জ রুটে আবারো শুরু হচ্ছে বিএম কলেজের শিক্ষার্থী বহনকারী বাস চলাচল। ২৯ অক্টবর মঙ্গলবার এক বিঞ্জপ্তি প্রকাশ করে বি এম কলেজ প্রশাসন বিষয়টি নিশ্চত করেছে। বিজ্ঞপ্তিতেতে বলা হয় “আগামী ৩০ অক্টবর থেকে কলেজের পরিবহন পুলের সকল বাস সকল রুটে যথা সময়ে চলাচল করবে।”
গত ৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ফলে অচল হয়ে পরেছিলো বাকেরগঞ্জ রুটের বাস চলাচল, যা শিক্ষার্থীদের জন্য চরম দূর্ভোগের সৃষ্টি করে। কলেজের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম ফরহাদ বলেন, আমাদের বাস এতোদিন বন্ধ ছিলো যা আমাদের প্রশাসনের ব্যর্থতা। তারা যদি আরও শক্ত অবস্থানে থাকতো তাহলে হয়তো আরও আগেই আমরা বাস ফিরে পেতাম। যাই হোক আমরা স্বস্তি ফিরে পেয়েছি।
উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঘটে। সে সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫৫ জন আহত হয়েছিল। এসময় উভয় শিক্ষা প্রতিষ্ঠানের চারটি বাস এবং বিএম কলেজের প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
ঘটনার পর বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের প্রশাসন বিএম কলেজকে ৩টি বাসের ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার করে।
ক্যাম্পাস খোলা তারিখ সমূহে বিএম কলেজ থেকে বাকেরগঞ্জ রুটের বাস বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড পর্য চলাচল করে। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সকাল সাড়ে সাতটায় এ কলেজের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কলেজ থেকে বাকেরগঞ্জের উদ্দেশ্যে বেলা দেড়টায় ছাড়ে বাসটি।