নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় একটি অটো রিক্সায় তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে আজ শনিবার ২ নভেম্বর, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে।
এ প্রেক্ষিতে বিজিবির হ্নীলা বিওপির একটি টহলদল আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করতঃ তল্লাশি কার্যক্রম শুরু করে। আনুমানিক সকাল সাড়ে ৬ টার দিকে একটি অটো রিক্সা অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে সন্দেহজনকভাবে তা তল্লাশির জন্য থামায় সংকেত দেয় বিজিবি।
এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অটো রিক্সায় থাকা একজন যাত্রী দ্রুত অটো রিক্সা হতে লাফ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল অটোরিক্সাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে যাত্রীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় ০৭৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, এ ব্যাপারে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।