মিরপুর পল্লবীরতে র‍্যাবের অভিযান : ঘটনার ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামি মাদক সম্রাট মনির গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : মিরপুর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় মাদক ব্যবসায়ী দুই গ্রুপের  দন্দ্বের  জেরে সংঘটিত গোলাগুলিতে নারী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী মাদক সম্রাট মমিন (৩৫)’কে ১৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৪, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই এর সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয়  সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের
লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ এবং র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গতকাল শুক্রবার ১ নভেম্বর, পল্লবী থানাধীন সেকশন-১১, বাউনিয়াবাধ, লালমাটিয়ায় বসবাসরত মিরাজুল এর স্ত্রী আয়েশা (২৬)’কে গুলি করে হত্যাকান্ডের মূলহোতা আগ্নেয়াস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী এবং মামুন গ্রæপের প্রধান কুখ্যাত সন্ত্রাসী মমিন (৩৫), জেলা-ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গত ৩০ অক্টোবর, দুপুর ২ টা ৩০ মিনিটের সময় পল্লবী থানাধীন সেকশন-১১, বাউনিয়াবাধ, লালমাটিয়ায় ভাড়া বাসার ২ তলার সিঁড়ির কড়িডোরে গুলিবিদ্ধ হয়ে বাদী মিরাজুল এর স্ত্রী ভিকটিম আয়েশা(২৬) মারা যায়।

স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে নিহত ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ভিকটিমের স্বামী বাদী হয়ে ডিএপি পল্লবী থানায় একটি হত্যা মামলা (পল্লবী থানার মামলা নং-৩৯, তারিখ-৩০/১০/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করে। নৃশংস এই হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যবসাীদের আভ্যন্তরীন কোন্দল, এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজির আধিপত্য বিস্তার এর লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী ও সহযোগিরা পিস্তলসহ মারাতœক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে চাঁদা দাবি করে।

চাহিদাকৃত চাঁদা না পেয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য গ্রেফতারকৃত আসামীর হাতে থাকা পিস্তল দিয়ে এলোপাথারি গুলি করলে ২য়
তলায় অবস্থানরত ভিকটিম আয়েশা এর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *