যশোরের বেনাপোল রেলস্টেশনে বিজিবি’র অভিযান  : ২.৭৬০ কেজি কোকেন ও ১.৬৯২ কেজি হেরোইন উদ্ধার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বেনাপোল) : যশোরের বেনাপোল রেলস্টেশনে বেনাপোল-খুলনা-মংলা রুটে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ২.৭৬০ কেজি কোকেন ও ১.৬৯২ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ রবিবার  ৩ নভেম্বর,  বিকেল ৪ টা ৫৫ মিনিটের সময় বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল রেলস্টেশনে বেনাপোল-খুলনা-মংলা রুটে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  বিজিবি টহলদল ট্রেনের মধ্যে মালিকবিহীন একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর ২.৭৬০ কেজি কোকেন এবং ১.৬৯২ কেজি হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজারমূল্য ১,৭১,৮৪,০০০ (এক কোটি একাত্তর লক্ষ চুরাশি হাজার) টাকা মাত্র। আটককৃত মাদকদ্রব্যসমূহ অতি সত্বর ধ্বংস করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সীমান্তে নিয়মিতভাবে মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *