নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নের কার্যক্রমে কোনো বিতর্কিত ব্যক্তি অন্তর্ভূক্ত হতে পারবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বর্তমানে দলের প্রাথমিক সদস্য আছেন এমন ব্যক্তি যদি বিতর্কিত হন, তাহলেও তিনি সদস্যপদ হারাবেন বলেও জানান কাদের।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলার নেতাদের সদস্য সংগ্রহের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বাদ দেয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে আমরা জেলা পর্যায়ে এই নির্দশনা পাঠিয়েছি, যাতে কোনো বিতর্কিত কেউ প্রাথমিক সদস্য হতে না পারে। আমাদের নতুন সদস্য সংগ্রহ বা নবায়ন কার্যক্রমে বিতর্কিত ব্যক্তিদের পরিহার করতে নির্দেশ দেয়া হয়েছে। স্পষ্টভাবে বলে দিয়েছি সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদখলকারী, মাদক ব্যবসায়ী, স্বাধীনতাবিরোধী, অশুভ শক্তি এরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। সাম্প্রদায়িক অশুভ শক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। এই মর্মে সর্কুলার পাঠিয়ে জেলা পর্যায়ে নির্দেশনা আছে।’
আওয়ামী লীগের প্রাথমিক সদস্য কারো বিরুদ্ধে বিতর্ক থাকলেও তাদের সদস্যপদ নবায়ন করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘বিতর্কমুক্তদের দলের প্রাথমিক সদস্যপদ দেয়া হবে।’
‘মুজিব বর্ষে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা নিয়ে বিএনপির বিরোধিতা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান তাদের প্রতিনিধিত্ব থাকতেই হবে। নরেন্দ্র মোদি ভারতের প্রতিনিধি হিসেবেই আসবেন। আমাদের ক্ষামতার উৎস জনগণ। ভারত আমাদের বন্ধু। এখানে দাসত্বের কোনো বিষয় নেই। বিএনপি ক্ষমতার জন্য দাসত্বের জন্য প্রস্তুত। তার প্রমান হলো, এই নরেন্দ্র মোদি যখন নির্বাচিত হলেন ঢাকায় ভারতীয় দুতাবাসের অফিস খোলার আগেই বিএনপির প্রতিনিধিরা হাজির হয়েছিলেন ফুল নিয়ে। এখন তাদের লজ্জা করে না নরেন্দ্র মোদির বিরোধিতা করতে।’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসরাম আমিন, উপ দপ্তর সায়েম খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।