নিজস্ব প্রতিবেদক : বারের আইনজীবীদের সঙ্গে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান খারাপ ব্যবহার না করলে গতকালের পরিস্থিতি সৃষ্টি হত না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, জেলা জজ পিরোজপুর বারের আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার না করলে এ পরিস্থিতির সৃষ্টি হত না। উদ্ভূত পরিস্থিতি সামলাতেই সাবেক এমপি এ কে এম আব্দুল আউয়ালকে জামিন দেয়া হয়েছে ও জেলা জজ আব্দুল মান্নানকে সরিয়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারটি তদন্ত করা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
প্রসঙ্গত, দুদকের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিন বাতিল করেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এ ঘটনার পর সেখানে আউয়ালের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে জামিন বাতিলের ৫ ঘণ্টার মাথায় তাকে আবারও জামিন দেয়া হয়। একই সঙ্গে বিচারক আব্দুল মান্নানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।