সিলেটের শুটার ‘আনসার’ সহযোগিসহ গ্রেফতার করলো র‍্যাব

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

বিশেষ প্রতিবেদক : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ‘শুটার’ আনসার ও তার অপর সহযোগিসহ নাঈমকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব) গ্রেফতার করেছে। গ্রেফতার আনসার আহম্মদ রাহুল সিলেট মহানগরীর মেজরটিলা সৈয়দপুর আবাসিক এলাকার বাসিন্দা উনাই মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম নাঈম মহানগরীর মেজর টিলা ইসলামপুর কলোনীর বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।


বিজ্ঞাপন

বুধবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারি পুলিশ সুপার) মো: মশিউর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার আরো জানান, সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকায় গত ২৮ আগষ্ট এসএমপির শাহপরান থানায় দায়েরকৃত একটি মামলায় আত্বগোপনে থাকা শুটার আনসার আহম্মদ রাহুল ও তার সহযোগি আমিনুল ইসলাম নাঈমকে বুধবার র‌্যাব-৯, সিপিএসসি’র একটি টিম সিলেটের ওসমানীনগরের বড় হাজিপুর এলাকায় থাকা নিকটাত্বায়ীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ‘শুটার’ আনসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃদের এসএমপি সিলেটের শাহপরান থানায় সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *