নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অবসরপ্রাপ্ত কর্মচারীর নেতৃত্বে গড়ে ওঠা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর দাপটে কোনঠাসা তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিয়ত শ্রমঅধিদপ্তরের অনুমোদন বিহীন এই কমিটির নেতারা নানা অন্যায় আবদার নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন কোম্পানিতে। সম্প্রতি শ্রম অধিদপ্তরে অনুমতি বিহীন কমিটির সাথে মতবিনিময় করায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে নিয়ে নিয়ে চলছে নানা সমালোচনা।
অনির্বাচিত এবং শ্রম অধিদপ্তরের সত্যায়িত ছাড়াই তিতাস গ্যাসের বিএনপি সমর্থিত শ্রমিক-কর্মচারী ইউনিয়ন বি-১৯৪০ এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই অনুমোদন বিহীন কমিটির রাষ্ট্রীয় কোন স্বীকৃতি নেই। অনির্বাচিত ও শ্রম অধিদপ্তরের অনুমোদন না থাকায় তাদের কোন দায়-দায়িত্ব থাকার কথাও না। বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগে তিতাস গ্যাসের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নে স্ব-ঘোষিত সভাপতি হিসেবে খন্দকার জুলফিকার মতিন এবং হারুন শেখ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিতাস গ্যাসের উর্ধ্বতন কর্মকর্তাদের নানা চাপে ফেলে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এই পর্যন্ত এই কমিটি ১০০ জন কর্মচারীকে সুবিধাজনক স্থানে বদলি করিয়ে নেয়।গত আওয়ামী লীগ সরকারের সমর্থিত যে সকল দুর্নীতিবাজ কর্মচারী সুবিধা জনক স্থানে দ্বায়িত্বে ছিলেন এই সকল বদলি হওয়া কর্মচারীরা তাদের স্থানগুলো দখল করছেন।
এছাড়াও তিতাস গ্যাসের অবৈধ সংযোগ থেকে ঐ সকল সুবিধা জনক স্থানে বদলি হয়ে প্রতি মাসে মাসোহারা আদায় থেকে শুরু করে ঠিকাদারী নিয়ন্ত্রণ সহ নানা অনিয়ম দুর্নীতি করছে।
এর মধ্যেই গত ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় কাওরান বাজার তিতাস ভবনের ২য় তালায় তিতাস অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় বৈষম্য মুলক অর্গানোগ্রাম-২০২৪ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মতবিনিময় সভা।
বৈষম্যমূলক অর্গানোগ্রাম পুনর্গঠন ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে এ বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজ।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির স্ব-ঘোষিত সভাপতি খন্দকার জুলফিকার মতিন।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে জিএম এডমিন প্রকৌশলী হাসান ও সচিব লুৎফর হায়দার মাসুম এবং তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির হারুন শেখ, জাহাঙ্গীর, আমিনুল ও আলমগীরসহ অনেকেই।
উক্ত মতবিনিময় সভায় স্ব-ঘোষিত সভাপতি খন্দকার জুলফিকার মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের দাবী দাওয়া নিয়ে বিশেষ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এমডি শাহনেওয়াজ পারভেজ বলেন, আমরা কর্মকর্তা ও কর্মচারী সবাই সমান। এখানে কোন প্রকার বৈষম্য কিংবা ভেদাভেদ থাকবে না। আমি চেষ্টা করবো সকল বৈষম্য নিরসনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে।
এমডি আরো বলেন, আমি চেষ্টা করবো আপনাদের সকল দাবী দাওয়া শতভাগ পূরণ করতে। সেজন্য আপনাকে আমাকে প্রমাণ দিতে হবে আমরা তিতাসকে কতটুকু ভালোবাসি।
তিতাস গ্যাসের এই মতবিনিময় সভায় কোম্পানির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিত করে অনুমোদন বিহীন অনির্বাচিত কর্মচারী ইউনিয়নের নামে নব্য মাথাচাড়া দিয়ে ওঠা এই কমিটি তাদের শক্তির জানান দেয়।
তারা এই বিষয়টি তিতাস গ্যাসের কর্মচারীদের মাঝে ঢালাওভাবে প্রচার করে বিশেষ সুবিধা গ্রহণের চেষ্টা চালাচ্ছে।এছাড়াও খন্দকার জুলফিকার মতিন তিতাস গ্যাস থেকে অবসর গ্রহণ করেছেন তার সংগঠন করার অধিকারও প্রশ্নবিদ্ধ।
এই বিষয়ে জানতে চাইলে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (ট্রেড ইউনিয়ন) মহব্বত হোসাইন বলেন, এই বিষয়টি অফিশিয়াল ভাবে আলোচনা করে বিস্তারিত জানানো হবে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ কে মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
তিতাস গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মচারী খন্দকার জুলফিকার মতিন এর মুঠোফোনে কল দিলে তাকেও পাওয়া যায়নি।