সিলেটের  হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিজিবি’র অভিযান :  সাড়ে ১৪ লাখ টাকাসহ ১ জন  হুন্ডি ব্যবসায়ীকে আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটের  হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া (৪০) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ শনিবার  ৯ নভেম্বর,  দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন সীমান্ত পিলার-১৯৯২/এমপি এর নিকটবর্তী দেবনগর নামক স্থান দিয়ে জনৈক ব্যক্তি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে।


বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে ধর্মঘর বিওপির টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক দুপুর সাড়ে  ১২ টায়  একজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি টহলদল তাকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার নিকট হতে নগদ ১৪,৬০,০০০  (চৌদ্দ লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে মোঃ মোখলেছ মিয়া (৪০)। তার ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বকর (৪২) এর নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসছিল।

আটককৃত ব্যক্তি ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক নগদ টাকাসহ আটককৃত ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *