নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির জেসিও সুবেদার মো: মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল তাহিরপুর উপজেলার বাঁধাঘাট ইউনিয়নের দায়িত্বাধীন সীমান্ত মেইন পিলার ১২০৭/এমপি এর নিকট মোনাইপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত বিশেষ অভিযান পরিচালনা কালে বিজিবি টহলদল উল্লেখিত জায়গা থেকে মালিকবিহীন ভারতীয় বালু ৭০০ ঘনফুট, বাংলাদেশী মাহিন্দ্রা ট্রাক্টর-০৩টি এবং পিকআপ-০১টি আটক করতে সক্ষম হয়। এছাড়াও চাঁনপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিওপির টহলদল ২০০ কেজি আপেল, ৩৪ বোতল মদ, ৩২৯০ কেজি চিনি, ৩৪৫৫ কেজি কয়লা এবং ০১টি মোটর সাইকেল জব্দ করেছে।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৫০,৫৪,৯০০ (পঞ্চাশ লক্ষ চুয়ান্ন হাজার নয়শত) টাকা।