সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকা থেকে বালুসহ অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল উদ্ধার  করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির জেসিও সুবেদার মো: মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল তাহিরপুর উপজেলার বাঁধাঘাট ইউনিয়নের দায়িত্বাধীন সীমান্ত মেইন পিলার ১২০৭/এমপি এর নিকট মোনাইপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ  অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত বিশেষ অভিযান পরিচালনা কালে  বিজিবি টহলদল উল্লেখিত জায়গা থেকে মালিকবিহীন ভারতীয় বালু ৭০০ ঘনফুট, বাংলাদেশী মাহিন্দ্রা ট্রাক্টর-০৩টি এবং পিকআপ-০১টি আটক করতে সক্ষম হয়। এছাড়াও চাঁনপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিওপির টহলদল ২০০ কেজি আপেল, ৩৪ বোতল মদ, ৩২৯০ কেজি চিনি, ৩৪৫৫ কেজি কয়লা এবং ০১টি মোটর সাইকেল জব্দ করেছে।


বিজ্ঞাপন

জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৫০,৫৪,৯০০ (পঞ্চাশ লক্ষ চুয়ান্ন হাজার নয়শত) টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *