নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে ১,০০,০০০ পিস ইয়াবা, ১টি ওয়ান শ্যূটার গান (এলজি) ও ১ রাউন্ড গুলিসহ একজন রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানতে পারে , ১২ নভেম্বর, রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে হ্নীলা বিওপি’র একটি টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে।
আনুমানিক রাত ৯ টা ১০ মিনিটের সময় তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আনোয়ার প্রজেক্ট বরাবর নাফ নদীর তীরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে বিজিবি টহলদল।
তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিদের মধ্য থেকে ০২ জন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপরজনকে বিজিবি টহলদল নৌকাসহ আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে ০১টি ওয়ান শুটার গান (এলজি), ০১ রাউন্ড গুলি এবং নৌকার পাটাতনে রক্ষিত দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টেকনাফের লেদা এফডিএমএন ক্যাম্পের ব্লক-এ’তে বসবাসরত মৃত সলিমুল্লার ছেলে মোঃ নূর রশিদ (২৫)। সে দীর্ঘদিন যাবত মায়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার করে আসছে। আরও জানা যায়, সে এফডিএমএন ক্যাম্পের আবুল কালাম ডাকাতদলের একজন স্বক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত।
আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।