বাগেরহাটের  শরণখোলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) :  বাগেরহাটে শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও শরণখোলা সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন মুহাইমিন যৌথ ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধের ফার্মেসী ও বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসপাতালের সম্মুখে বিভিন্ন ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা বাজারের ঔষধের ফার্মেসীর মালিকরা ডাক্তারদের স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ও ভ্যাজাল ঔষধ বিক্রি করছে এমন গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনি, পুলিশ ও জেলা ঔষধ প্রশাসনের সমন¦য় অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে থাকা বিভিন্ন ফার্মেসী ও রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান সহ মোট ১১ টি প্রতিষ্ঠান কে ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ, ট্রেড লাইসেন্স না থাকায় ঔষধ ও পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদের কে অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে আর এ ধরনের অপরাধে জড়িত হবেন না মর্মে মুসলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের তত্তাবধায়ক দোলেনা খানম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *