নড়াইলের জারি সম্রাট চারণ কবি মোসলেম উদ্দীন বয়াতী’র ১২০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা আয়োজন

Uncategorized অন্যান্য কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন জীবনী মানবিক খবর সারাদেশ সাহিত্য-সংস্কৃতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
আজ (১৫ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে কার্তিক মাসের মধু পূর্ণিমার পাশাপাশি নড়াইলের প্রখ্যাত ব্যক্তিত্ব জারি সম্রাট ও চারণ কবি মোসলেম উদ্দীন বয়াতী’র (১২০তম) জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তাঁর জন্মস্থানে ‘জারীসম্রাট মোসলেম স্মৃতি পরিষদ’ এর আয়োজনে ১২০তম মোসলেম জন্ম উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময়ে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং নেজারত ডেপুটি কালেক্টর (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জারী সম্রাট মোসলেম স্মৃতি পরিষদের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও সিঙ্গাশোলপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে জারি সম্রাট মোসলেম উদ্দীন বয়াতীর বৈচিত্র্যময় জীবন, অসাধারণ কর্ম,মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষণীয় জীবনদর্শন ও অবিস্মরণীয় অবদানের নানাদিক উঠে আসে। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও আগত দর্শকদের উদ্দেশ্যে মনোমুগ্ধকর লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পীবৃন্দ। স্থানীয় ঐতিহ্যের প্রতি লক্ষ্য রেখে আলোচনা সভা ও সঙ্গীতের আসর ছাড়াও এবারও মোসলেম জন্ম উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠানস্থলে মেলা আয়োজিত হয়,যাতে দূর-দূরান্তের নানান বয়সী ক্রেতা-দর্শনার্থীদের জন্য হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন,ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *