নড়াইলে ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন জীবনী প্রশাসনিক সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
গত ৪ আগস্ট নড়াইলে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে প্রেসক্লাব চত্বর হয়ে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। নড়াইল জেলা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলটি আয়োজন করেন। সমাবেশ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির জেলা কমিটির সংগঠক মিনহাজুল ইসলাম। দাবিগুলো হলো- অবিলম্বে নড়াইলের ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের গ্রেফতার করতে হবে, দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করতে হবে,হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে,ছাত্র আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করতে হবে, গ্রেফতারের নামে নিরীহ লোকদের হয়রানি না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। নড়াইল জেলা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,যুগ্ম আহ্বায়ক মো. তুহিন মোল্যা,সংগঠক মিনহাজুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী ও ছাত্রনেতা হাসিবুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিলে তিন শতাধিক ছাত্রজনতা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *