ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ন্যাশনাল হাসপাতালে ছাত্র বিক্ষোভ

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অভিজিৎ হালদার (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

এ নিয়ে  দিনভর হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। নিহত অভিজিৎ হালদার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার তারুলিয়া সামন্তসার গ্রামে।


বিজ্ঞাপন

তার পিতার নাম নগেন হালদার মাতার নাম মনিমালা। যাত্রাবাড়ী এলাকার ডিএমআরসি কলেজের ছাত্র অভিজিৎ মাতুয়াইলে একটি ছাত্র হোস্টেলে বসবাস করতেন।

শিক্ষার্থীরা জানায়, গত কয়েকদিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসে অভিজিৎ, সেই সময়ে তার রক্তের প্লাটিলেট ছিল এক লক্ষ পাঁচ হাজার, চিকিৎসাধীন সময়ে তার খিচুনি দেখা দিলে ডাক্তাররা মাদকাসক্ত বলে তাকে হাত-পা বেঁধে রাখে।

পরবর্তীতে তাকে আইসিইউ তে নেওয়া হয় এবং পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়া হয়। তাদের দাবি আইসিইউতে নেওয়ার নামে অভিজিৎ কে ভুল চিকিৎসা দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিচারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *